Toran Singh Titu

গড়গড় করে বলেন পূর্বজন্মের কথা, চিনিয়ে দেন খুনিকে! ‘জাতিস্মর’ টিটুর কাহিনি আলোড়ন ফেলেছিল দেশে

১৯৮৩ সালের ১১ ডিসেম্বর উত্তরপ্রদেশের আগরা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে বিড় গ্রামে জন্ম হয়েছিল তোরনের। তোরনের বেড়ে ওঠা আর পাঁচটা সাধারণ শিশুর মতো ছিল না।

জন্ম এবং মৃত্যু— মানুষের হাতে থাকে না বেশির ভাগ সময়েই। এ নিয়ে অনেক লোকগাথাও প্রচলিত রয়েছে। গ্রামে-গঞ্জে, দেশ-বিদেশে প্রায়ই শুনতে পাওয়া যায়, কেউ তার ‘আগের জন্মের’ সমস্ত ঘটনা অনর্গল বলে দিচ্ছেন। কেউ বা বলে দিচ্ছেন, তিনি কখন কী ভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁদের ‘জাতিস্মর’ বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *