ট্রাম্পের শাস্তিমূলক শুল্কের জেরে চিংড়ি রফতানি অর্ধেকেরও নীচে নেমে এসেছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে অন্ধ্রপ্রদেশ। কারণ, দেশের মোট চিংড়ি রফতানির ৮০ শতাংশই করে তারা!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্কের কারণে শুধু চিংড়ি রফতানির ক্ষেত্রেই অন্ধ্রপ্রদেশের ক্ষতি হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। এই পরিস্থিতিতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপির সহযোগী তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে অন্ধ্রের চিংড়িচাষিদের স্বার্থে পদক্ষেপের আবেদন জানিয়েছেন।
সরকারি তথ্য বলছে, এত দিন পর্যন্ত চিংড়ি-সহ যে পরিমাণ সমুদ্র থেকে আহরণ করা ও নোনা জলের চাষ করা খাদ্যপণ্য (মাছ, চিংড়ি, অক্টোপাস, অয়েস্টার ইত্যাদি) ভারত থেকে রফতানি করা হত, তার মধ্যে প্রায় ৩৫ শতাংশ যেত আমেরিকায়। কিন্তু ট্রাম্পের শাস্তিমূলক শুল্কের জেরে তা প্রায় অর্ধেকেরও নীচে নেমে এসেছে। আর এর ফলে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে অন্ধ্রপ্রদেশ। কারণ, দেশের মোট চিংড়ি রফতানির ৮০ শতাংশই করে চন্দ্রবাবুর রাজ্য! বস্তুত, চিংড়ির ক্ষেত্রে শুল্কের পরিমাণ প্রায় ৬০ শতাংশ। ২৫ শতাংশ জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্কের পাশাপাশি ৫.৭৬ শতাংশ ক্ষতিপূরণ শুল্ক এবং ৩.৯৬ শতাংশ ‘অ্যান্টি ডাম্পিং’ (ভারতীয় চাষিদের পাওয়া ভর্তুকি প্রতিরোধী শুল্ক) চেপেছে চিংড়ি রফতানির উপর।